স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি মোঃ মোবারক হোসেন ভূইয়া। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উওম কুমার দাস, এস আই হীরক চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুর রকিব, সাবেক সহ-সভাপতি সমীরণ চক্রবর্তী শংকু, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, কামরুজ্জামান আল রিয়াদ, হারুন সাই, শাহ মোস্তফা কামাল, সৈয়দ শাহান শাহ পীর, সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী, কামরুল হাসান, শামীম আহমেদ, শাহ হুমায়ুন কবির, হামিদুল হক বুলবুল, অপু দাশ, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ মোবারক হোসেন ভূইয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী- নির্যাতন, বাল্য বিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com