স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামী মোঃ নুর আহমেদ (২২) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের সজলু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে গত বছর বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীকে গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com