সুমন আহমেদ বিজয় ॥ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে লাখাই উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে ৭৪৩ জন ভোটারের মধ্যে ৫৭৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জিহাদ কামাল খোকন ৩৫৫ ভোট, সাংবাদিক হাজী মহসিন সাদেক ২৬৮, আব্দুস সহিদ ২৫৪ ও আকিবুর রহমান ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ দোলন মিয়া ২১১ ও হাজী মোঃ আব্দুস সহিদ চৌধুরী ২০৩ ভোট পান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এএসআই মোহাম্মদ উজ্জ্বলের নেতৃৃত্বে লাখাই থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে। নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, সাংবাদিক আবুল কাশেম, রফিকুল ইসলাম, সুমন আহমেদ বিজয়, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা মেম্বার, ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ জুমাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com