স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের নাশকতা ও অগ্নিসন্ত্রাস মোকাবেলায় হবিগঞ্জ জেলার আওয়ামী পরিবার শান্তির পক্ষে মাঠে থাকবে বলে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কর্মী সভায় একথা জানানো হয়।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত নাশকতা ও অগ্নিসন্ত্রাসের পায়তারায় লিপ্ত রয়েছে। কর্মসূচির নামে যদি তারা জনগণের জানমালের ক্ষতি করতে চায় তাহলে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির দিকনির্দেশনায় আওয়ামী পরিবার তা মোকাবিলা করতে প্রস্তুত এবং শান্তির পক্ষে থাকবে। সেই লক্ষ্যে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ প্রতিটি উপজেলায় শান্তি সমাবেশ করবে বলেও সভায় জানানো হয়।
সভায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে এমপি আবু জাহিরের নেতৃত্বে হবিগঞ্জের আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ। জনগণের সুরক্ষা দিতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বদ্ধ পরিকর।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ সজিব আলী, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com