স্টাফ রিপোর্টার ॥ রোগ-বালাই হতে নিজে ও পরিবারের সদস্যদের মুক্ত রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাসা-বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। নিত্যদিনে ময়লা আবর্জনা ভ্যানগাড়ীতে দিন অথবা পৌরসভার নির্ধারিত স্থানে ফেলুন। ৪নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন। তিনি বলেন,‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সেজন্য আপনার পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। পানি জমে থাকতে দিবেন না।’ সোমবার সকালে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় নুরুল হেরা জামে মসজিদের সামনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, মহিলা কাউন্সিলর খালেদা জুয়েল, পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কদ্দুছ শামীম প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন নাগরিকের হাতে পৌরসভার পক্ষ হতে ডাস্টবিন তুলে দেন মেয়র আতাউর রহমান সেলিম। ৪ নং ওয়ার্ডে বিডি ক্লিন ও রেড ক্রিসেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবীবৃন্দ দিনব্যাপী পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com