স্টাফ রিপোর্টার ॥ ১৪০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর বিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টায় স্কুলের মেইন গেইট থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পুনর্মিলনী পতাকা উত্তোলন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান এবং গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশের খ্যাতনামা ব্র্যান্ড সোলস্, এমএনবি সহ জনপ্রিয় কন্ঠশিল্পীগণ। ৩ নভেম্বর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ৪ নভেম্বর সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হবে। যথাসময়ে উপস্থিত হয়ে উপহার গ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রাক্তন ছাত্র পুনর্মিলনী- ২০২৩ প্রচার উপকমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ ও সদস্য মঈন উদ্দিন আহমেদ।
এদিকে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে সাধ্য অনুযায়ী সাজানো হয়েছে। বিদ্যালয়ের পরতে পরতে আলোর ঝলকানি। যে কেউ বিদ্যালয় পানে তাকালে বিশেষ করে রাতের বেলা বিদ্যালয়ের পাশ দিয়ে গেলে দেখতে পাবে এক অপরূপ দৃশ্য। পৌর টাউন হল থেকে তিনকোনা পুকুর পাড় ক্রস রোড হয়ে রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পর্যন্ত রাস্তায় করা হয়েছে আলোকসজ্জা। যা নিমিষেই রাতের পথচারিদের মন কাড়ে। পথচারিরা থমকে দাড়িয়ে জানতে চেষ্টা করেন হচ্ছেটা কি?