স্টাফ রিপোর্টার ॥ ‘আপনার হাতের নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে বিশ^ হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯ টায় সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বানিয়াচং উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, সহাকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ব্র্যাকের ম্যানেজার-আইডিপি উম্মে হাবিবা, এরিয়া ম্যানেজার হামিদা আক্তার, আবুল কালাম আজাদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com