স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছসহ কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানালেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির এই ৩ নেতা বলেন- বর্তমান সরকারের মিথ্যা মামলায় কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদল নেতা কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ সকল রাজবন্দির মুক্তি চাই। হবিগঞ্জে রাজনৈতিক কারণে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে আমরা ইতিপূর্বে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছি। এখন আবারো হবিগঞ্জে কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি ও মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com