মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে অনিয়মের অভিযোগে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আব্দুল হান্নান নামের এক ব্যবসায়ীকে ২ হাজার ও আরব আলী নামের অপর এক ব্যবসায়ীকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com