স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ডা. এ. জেড. এম সেলিম উল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগে অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারির অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন। এ. জেড. এম সেলিম উল্লাহ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশনের বাসিন্দা মরহুম অ্যাডভোকেট আশরাফ আলির পুত্র।
তিনি ১৯৮১ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় লেটারসহ এবং ১৯৮৩ বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ম বিভাগে কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর ১৯৯০ সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকুরিতে লাখাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দান করেন। ইতোমধ্যে তিনি উচ্চ শিক্ষার জন্য অর্থোপেডিক্স সার্জারীর সর্বোচ্চ ডিগ্রী এম,এস কোর্সে নিটোরে (পঙ্গু হাসপাতাল) সুযোগ পান। ২০০২ সালে তিনি এম,এস ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করে কর্মরত আছেন। গত ১৪ অক্টোবর অধ্যাপক হিসাবে পদোন্নতি লাভ করেন। পারিবারিক জীবনে তার স্ত্রী, এক মেয়ে ও ১ ছেলে রয়েছে। স্ত্রী ঢাকা মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপনা করছেন। মেয়ে ডাক্তার বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে পোস্ট গ্র্যাজুয়েট এম,ডি (এন্ডোক্রাইন ও মেটাবলিজম) কোর্সে অধ্যয়নরত। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে অনার্সে অধ্যায়নরত।
তার এই পদোন্নতিতে হবিগঞ্জের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্ট্যাটাস দিয়ে ভালবাসা প্রকাশ করেছেন। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সায়েদুজ্জামান জাহির লিখেন- আলহামদুলিল্লাহ হবিগঞ্জের কৃতি সন্তান ডা. এ জেড এম সেলিম উল্লাহ অর্থোপেডিক্স এবং ট্রমা সার্জারির অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন। আমরা হবিগঞ্জবাসী ওনার এ সাফল্যে গর্বিত। আশা করি হবিগঞ্জের মানুষ এর সুফল পাবে।
ডা. এ জেড এম সেলিম উল্লাহ তার জন্মস্থান হবিগঞ্জের মানুষের ভালবাসার টানে ২০০২ সাল থেকে বৃহস্পতিবার ও শুক্রবার রুগী দেখছেন। এখন তিনি রোগী দেখেন প্রতি শুক্রবার কেয়ার মেডিকেল সার্ভিসেস এ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com