স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নাগুড়াস্থ শচীন্দ্র কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুইজ ও রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষ্যে ১৮ অক্টোবর বুধবার সকাল ১১টায় শচীন্দ্র কলেজে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রসূন আচার্য্য পল্লবের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সহকারী অধ্যাপক মিহির রনজন সরকার, আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগম, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক স্বপ্না আলম সুমী, প্রদর্শক সুদাম চন্দ্র দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্র হৃদয় দেব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আঙ্গুর খান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষক বিদুর কান্তি দাশ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ীরা হলেন- খাদিজা আক্তার স্বর্ণা, সুষুপ্তা সরকার পর্ণা, ইমা আক্তার, মাহদী হাসান, মারজিয়া ইসলাম চৌধুরী। স্নাতক পর্যায়ে বিজয়ীরা হলেন- শেফা বেগম, হৃদয় দাস ও শোভা রায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com