নবীগঞ্জে উন্নয়ন সভায় এমপি মিলাদ গাজী
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, ভিজিডি, ভিজিএফ সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। দেবপাড়া ইউনিয়নসহ নবীগঞ্জ-বাহুবলে বিগত ৫ বছরে বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ প্রক্রিয়াধীন আছে। টেন্ডার প্রক্রিয়া শেষে কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ অক্টোবর সোমবার বিকেলে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও মুহিবুর রহমান রুকুতের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবিন্দ্র কুমার পাল, দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com