মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোগ সমূহ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করেন। এতে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি, ভূমি উন্নয়ন কর আদায়ের গুরুত্ব, অনলাইনে ই-নামজারির পদ্ধতি ও জমি ক্রয়ের পর দ্রুত নামজারি করার গুরুত্ব, পর্চা-খতিয়ান ও মৌজা ম্যাপ পাওয়ার অনলাইন আবেদন প্রক্রিয়া, স্মার্ট ভূমি পিডিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের মাঝে আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com