স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা করেছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। গতকাল সোমবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা ব্র্যাক এর জেলা ব্যবস্থাপক তারেক আজিজ, নোয়াপাড়া ইউনিয়ন বিট অফিসার এসআই শাহ আলম ভূঁইয়া, পূজা উদযাপন পরিষদ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি হিমাংশু চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ রইস উদ্দিন, ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু, মোহাম্মদ খসরু মিয়া, দুলাল ঘোষ, শ্যামলী রানী দেব, আল-আরাফহ ঈদগাহ এর ইমাম মাওলানা কামরুল হাসান মানিক, বেঙ্গাডোবা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ, নোয়াপাড়া ইউনিয়ন কাজী শাহ মোঃ আবিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুল চৌহান, মোঃ সহীদ মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, সাফিয়া খাতুন, সোমা রেলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম সোহাগ, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক সচী রঞ্জন রায়, বৈকন্ঠপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গেনু কেউট, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মনি বাউরী,পুরোহিত সন্তোষ ভট্টাচার্য, বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধি বেনু পাল, অজিত পাল, মনতোষ কর্মকার, সঞ্জীব কর্মকার, সজল বণিক, স্বপন নায়েক, নিরঞ্জন কালিন্দী, রুবেল দাস প্রমুখ।
ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন, নোয়াপাড়া ইউনিয়ন সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন দুর্গা পূজা সবাই মিলে মিশে উপভোগ করব এবং আমাদের সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের ধারাবাহিকতা রক্ষা করব।
সভায় ইউনিয়ন পরিষদের ৯জন ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনের ৩জন মহিলা মেম্বারকে নোয়াপাড়া ইউনিয়নের ৮টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে।