মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দক্ষিণ গ্রামে বজ্রপাতে নিহত শান্তা আক্তার ও সাদিয়া আক্তার এর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। ১৬ অক্টোবর সকালে আনুষ্ঠানিক ভাবে এ চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সাদিয়া আক্তারের পিতা রুবেল খান ও শান্তা আক্তারের স্বামী সোহেল মিয়ার হাতে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মোহাম্মদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, বজ্রপাতে নিহত ২ পরিবারের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিকালে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা আক্তার ও সাদিয়া আক্তার নামে দুই জনের মৃত্যু হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com