নবীগঞ্জ প্রতিনিধি ॥ ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে নবীগঞ্জ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর দুপুরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে শহরের হাজারী কমিউনিটি সেন্টারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: বদরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউকের সভাপতি হাফেজ তালিব উদ্দীন, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী, আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুমিন। অনুষ্ঠানে নাতে রাসুল (দুরুদ) পরিবেশন করেন মাহবুবুর রহমান ও তামিম আহমেদ হোসাইন। শানে আউলিয়া পরিবেশন করেন বিশিষ্ট শায়ের মো: শরীফ উদ্দীন ও মোস্তাকিম আহমদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com