স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে যানজট নিরসনকল্পে টমটম ও অটোরিক্সা সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন,‘শহরের রাস্তায় শৃংখলা ফিরিয়ে আনতে হলে সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। আসন্ন দুর্গাপূজায় যাতে শহরে যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে সবাইকে ভূমিকা রাখতে হবে।’ শহরের বিভিন্ন প্রবেশমুখে টমটম সমিতির পক্ষ হতে ৫ জন এবং অটোরিক্সা সমিতির পক্ষ হতে ৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তাদের কাজ হবে রাস্তায় শৃংখলা বজায় রাখা এবং বহিরাগত টমটম ও অটোরিক্সা যাতে শহরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তৎপর থাকা। টমটম ও অটোরিক্সার চালকগণ জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন। সভার পর মেয়র শহরের থানা পয়েন্ট ও হাসপাতাল এলাকায় যানজট পরিস্থিতি পযবেক্ষন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com