মেয়র সেলিম নিজে রিকশাগুলোতে মার্কিং করেছেন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণ করেছে হবিগঞ্জ পৌরসভা। মেয়র আতাউর রহমান সেলিম বৃহস্পতিবার এ কর্মসূচির আওতায় ব্যাটারি চালিত অটোরিকশা মার্কিং কার্যক্রম পরিদর্শন করেন।
হবিগঞ্জ পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকায় পার্কিং নাম্বার প্লেইটধারী টমটম ১৩শ’। কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা শহরে ব্যাপকভাবে চলাচল করলেও এর কোন পরিসংখ্যান নেই। ধারণা করা হচ্ছে এ সমস্ত অটোরিকশার সংখ্যা টমটমের সংখ্যার চেয়েও বেশী হবে। ব্যাপক সংখ্যায় অটোরিকশা চলাচলের ফলে শহরে যানজট তীব্র আকার ধারণ করে। ফলে শহরের বিভিন্ন রাস্তায় যানজট লেগেই থাকে। পথচারী শহরের রাস্তায় চলাফেরা করতে ভোগান্তির শিকার হন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা যানজটের কারণে পথে বিড়ম্বনার শিকার হতে হয়। এই বিষয়গুলো আমলে নিয়ে হবিগঞ্জ পৌরসভার বিগত দিনের পৌরপরিষদের মাসিক সভায় ব্যাপক আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে ব্যাটারি চালিত অটোরিকশা জরিপের কাজ শুরু হয়। যানজট নিরসনে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে শহরে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর জরিপকার্য শুরু হয়। বৃহস্পতিবার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে অটোরিকশাগুলোতে মার্কিং করা হয়।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘হবিগঞ্জ শহরে যানজটের কারণে পৌরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা ব্যাটারি চালিত অটোরিকশাসহ সকল যানবাহনকে একটি শৃংখলার মধ্যে আনার জন্য কাজ করে যাচ্ছি। অটোরিকশার মালিক ও শ্রমিকদের নিয়ে আমরা জরিপের কাজ চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা শহরের রাস্তায় শৃংখলা প্রতিষ্ঠা করতে চাই।’ মেয়র এ ব্যাপারে ব্যবসায়ীসহ সকল পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। জরিপ কার্যক্রম শেষে অটোরিকশার ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে পৌরসভা সূত্র জানিয়েছে।