মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৩-২০২৪ ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের এমপি আবু জাহির অডিটরিয়ামে এ ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিংবডি সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, কলেজ গভর্নিংবডির সদস্য এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, রাহেল মিয়া সরদার, মাওলানা আবু তাহের তালুকদার, আব্দুল মুকিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, উপজেলা আইসিটি কর্মকর্তা কাউছার আহমেদ। কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজিবর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক কামরুল হক জাকারিয়া, সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছিল। ছিল উন্নয়ন বঞ্চিত। এখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই ইউনিয়ন থেকে হয়েছে পৌরসভা। পর্যায়ক্রমে থানা থেকে উপজেলা হয়েছে। এখন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ সরকারিকরণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে দিয়েছেন এমপি আবু জাহির মহোদয়। এ বরাদ্দে কলেজে একাধিক ভবন হয়েছে। চালু হয়েছে অনার্স কোর্স।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কলেজে নিয়মিত এসে ক্লাস করতে হবে। কলেজের ঐতিহ্য ধরে রাখতে হলে, চাই ভাল রেজাল্ট। ওরিয়েন্টেশন ক্লাস ছাত্র-ছাত্রীদের মাঝে প্রেরণা যোগাবে। শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলে প্রত্যাশা। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।