স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জমির দখল বুঝে পেলেন তিন ভূমিহীন দরিদ্র পরিবার। জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার ভূমিহীন মোঃ আব্দুর রহমান, নুরুজ্জামান, মোঃ আঃ মমিন ০১/১৮-১৯, ০৪/১৮-১৯ ও ১৪/১৮-১৯ এর স্থায়ী বন্দোবস্ত আবেদনের প্রেক্ষিতে ১৭৪নং জেএল দত্তপাড়া মৌজায় ১নং খাস সরকারি খতিয়ানভূক্ত ৪৩৫ দাগে প্রত্যেক পরিবার ৪ শতক করে ১২ শতক ভূমি স্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত হন। বন্দোবস্ত পেয়ে জায়গা দখলে যেতে চাইলে স্থানীয় কিছু লোক তাদেরকে বাঁধাগ্রস্ত করে এবং ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে বিতাড়িত করে দেয়। বাধ্য হয়ে ভুক্তভোগিরা চলতি বছরের ১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের কাছে বন্দোবস্তপ্রাপ্ত জমির দখল পাওয়ার জন্য আবেদন করেন। এ প্রেক্ষিতে ৫ অক্টোবর মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব বন্দোবস্তপ্রাপ্ত ৩ দরিদ্র পরিবারের সদস্যদের নিজের কার্যালয়ে ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন। ভূমি সংশ্লিষ্ট সকল নথি পর্যালোচনা ও সরেজমিন তদন্ত করে তাদের আবেদনের সঠিকতা পান এবং এ প্রেক্ষিতে ১২ অক্টোবর উপজেলার ধর্মঘর এলাকার দত্তপাড়া মৌজার ১নং খাস খতিয়ানের স্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত ভূমির দখল বুঝিয়ে দেন তিন দরিদ্র পরিবারকে। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব সরেজমিন উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভূমির দখল বুঝিয়ে দেয়ার কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন, সার্ভেয়ার শহীদুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব জানান, সরকারের ভূমি বন্দোবস্তপ্রাপ্তদের বুঝিয়ে দেয়া হয়েছে। যদি তাদেরকে কেউ উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।