নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব দৃষ্টি দিবসে শোভাযাত্রা ও বিনামূল্যে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অরবিট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সেবা প্রদান করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বানিয়াচং প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র। দৃষ্টি দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খান, সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, সহকারি শিক্ষক শফিউল আলম খান মুসা, সহকারি শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষিকা সোহেলী ইয়াসমিন মনি, ডাক্তার জসিম উদ্দিন, ডাক্তার মনসুরা আক্তার, ইকবাল হোসেন খানসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। পরে বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদান করেন ডাক্তার জসিম উদ্দিন ও ডাক্তার মনসুরা আক্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com