স্টাফ রিপোর্টার ॥ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। এছাড়াও সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এনএসআই’র উপপরিচালক, ব্যকস, নাসিব, ক্যাব এর প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুমে সংযুক্ত ছিলেন সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com