সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ও চট্টগ্রামের সাবেক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন এনডিসি, পিএসসি (অবঃ) বলেছেন, স্কাউটিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও উদ্যমী করে গড়ে তুলে। দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে স্কাউটাররা সদা প্রস্তুত। তাঁবুবাসের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মন ও মননে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। হাইকিং, মাউন্টারিং, সাইক্লিং এর মতো অধ্যায়নসমূহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৬ষ্ঠ বার্ষিক তাবুঁবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে ও রোভার মেট মোঃ তারেক মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব ল’র ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মাকসুদ আহমেদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্ঠা ড. এম জেড আশরাফুল, ইংরেজী বিভাগের প্রধান ও আইকিএসির অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমরান উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইলেক্টিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান চৌধুরী নওশাদ আহমেদ, আইকিএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায় প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com