লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
সভায় পূজা কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া পূজা উদযাপন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক, আজানের সময় সাউন্ড সিস্টেমের বিষয়ে সতর্ক থাকা, প্রতিমা বিসর্জনের স্থান ঠিক রাখা, রাত ১০টার পর বহিরাগত কেউ পূজা মন্ডপের আশেপাশে থাকলে প্রশাসনকে অবগত করার আহবান জানান। তিনি ফেসবুকে গুজব রটনাকারীদের বিরুদ্ধে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বুল্লা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, আব্দুল মতিন মাস্টার, লাখাই পল্লী বিদ্যুৎ এর এজিএম শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রাণেশ গোস্বামী ও সাধারণ সম্পাদক সম্পদ রায় প্রমুখ।