স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিম পাড়ায় ভাসুরের লাঠির আঘাতে নাসিমা আক্তার নামের এক নারীর গর্ভপাত ঘটেছে। শুধু তাই নয়, তার এক বছরের শিশুপুত্রকেও মারপিট করা হয়েছে।
জানা যায়, একই গ্রামের রিকশাচালক আমির আলীর সাথে বাবর আলীর পুত্র তার বড় ভাই ইউসুফ আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউসুফ আলী তার পুত্র আলম মিয়া ও আলমগীরসহ কয়েকজন লোক আমির আলীর বাড়িঘরে হামলা চালায়। এ সময় তার অন্তস্বত্তা স্ত্রী নাসিমা ও এক বছরের শিশু আবু বকরকে পিটিয়ে আহত করে। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে নাসিমার গর্ভপাত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com