স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাদিরপুরে মহাসড়কে কাজ করতে গিয়ে ড্রেজার মেশিনের নিচে চাপা পড়ে আহসান মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে শাল্লা উপজেলায় মহাসড়কে কাজ করার সময় আহসান মিয়া ড্রেজার মেশিনের নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার এসআই জিয়াউল করিম লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। নিহত আহসান মিয়া বরিশাল জেলার নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com