স্টাফ রিপোর্টার ॥ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমেরারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবীতে টানা ২য় দিনের মত কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন করতে দেখা যায়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এ কর্মবিরতি পালিত হয়।
এ সময় বৃন্দাবন সরকারি করেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির জানান, বুধবার সকাল থেকেই শিক্ষকরা ক্যাম্পাসে উপস্থিত থাকলেও কোন ক্লাশ বা পরীক্ষা হয়নি। শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক তোফাজ্জল আলী বলেন, শিক্ষকদেরকে মূল্যায়ন না করলে নতুন প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠবে না। শিক্ষকদের দাবী না মানলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
এর আগে সরকারী বৃন্দাবন কলেজের শিক্ষকরা তাদের দাবী দাওয়া নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং স্মারকলিপি প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com