বাংলাদেশ রেজভীয়া দরবার শরীফ এর চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের চুনারুঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ উস্তার মিয়া রেজভীর সভাপতিত্বে এবং বিলাল মিয়া রেজভীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেজভীয়া দরবার শরীফ এর জেলা আহ্বায়ক মোঃ তাহিরুল হক আখঞ্জী রেজভী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মতিন মিয়া রেজভী, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া রেজভী, যুগ্ম আহ্বায়ক মর্তুজ আলী মাস্টার রেজভী। সভায় উপস্থিত ছিলেন মহিবুর রেজভী, রাজ্জাক রেজভী, সালাম রেজভী, আহাদ রেজভী, আরজু রেজভী, নিয়ামত আলী রেজভী, শাহজাহান রেজভী, মঞ্জুর আলী রেজভী, নূরুল ইসলাম রেজভী, দেওয়ান রেজভী, ওয়াহিদুর রহমান রেজভী, মোঃ জালাল মিয়া রেজভী, আরিফ রেজভী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল মিয়া রেজভী।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ বিলাল মিয়া রেজভীকে সভাপতি, মোঃ রুবেল মিয়া রেজভীকে সাধারণ সম্পাদক ও খাদেম মোঃ ওয়াহিদ আলী রেজভীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা শাখা বাংলাদেশ রেজভীয়া দরবার শরীফ এর কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com