সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বুল্লা ভিতর বাজারের সরকারি পুকুরের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। বৃষ্টি হলেই পুকুরের চারপাশে অবস্থিত দোকানের ভিতরে প্রবেশ করছে পানি এবং ডেকোরেশন সহ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৬ অক্টোবর বুল্লা ভিতর বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, দোকানপাট নির্মাণ কাজের কারণে সরকারি পুকুরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়ায় বৃষ্টির পানি অনেকের দোকানের ভিতরে পানি প্রবেশ করে এবং অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হন।
বুল্লা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই জানান, সরকারি পুকুরের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে আমার দোকানে পানি প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে। সাফওয়ান ফার্মেসীর ম্যানেজার পাপন ভট্টাচার্য জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দোকানপাট নির্মাণ করার কারণে পুকুরের পানি যে কোন সময় ফার্মেসীতে প্রবেশ করতে পারে এবং ক্ষয়ক্ষতির আশংকা করছি। তিনি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, আজ ৮ অক্টোবর জেলায় আমার একটা মিটিং থাকায় আমার একজন প্রতিনিধিকে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পাঠাব। সার্বিক পরিস্থিতি দেখে আমাকে রিপোর্ট দেওয়ার পর ড্রেন নির্মাণ বা পুনঃসংস্কার বা জলাবদ্ধতা নিরসনে উপজেলা ইঞ্জিনিয়ারকে নিয়ে বসে এ বিষয়ে একটা সমাধানের পৌঁছাতে পারব এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com