মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কমলপুর থেকে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী আক্তার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান চালিয়ে ১ বছর ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আক্তার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার হোসেন চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের জারু মিয়ার পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com