বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের গাংধার বাজারের পাশে ১২টি ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে নির্মাণ হলেও বিগত আড়াই মাস পূর্বে ১২টি ভূমিহীন পরিবার বসতি শুরু করেন। নি¤œাঞ্চলে অবস্থিত হওয়ায় বর্ষাকালে বা বৃষ্টি হলেই পুরো বসতভিটা তলিয়ে যায় পানিতে। গত দুদিনের টানা বৃষ্টির পানিতে পুরো আশ্রয়ন কেন্দ্রই পানিতে ডুবে যায়। এছাড়া পুটিজুরী-স্নানঘাট এলজিইডির সড়ক হতে আশ্রয়নের সংযোগ রাস্তা নির্মাণ না করায় আশ্রয়নের বাসিন্দাদের চলাচলে ভোগান্তির শেষ নেই। যে রাস্তাটি দেয়া হয়েছে তা একটি জমির আইলের মতোই মনে হয়, যা বর্ষার পানিতে প্রায় ৩ ফুট ডুবে থাকে। রাস্তার একাংশ ভিটে থেকে গভীরে থাকায় আশ্রয়নের মানুষদের নিজেদের প্রচেষ্টায় বাঁশের সাকো তৈরী করে পারাপার হতে দেখা গেছে। রাস্তার অভাবে এবং উচুঁ ভিটে তৈরী না করায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এসব গরীব অসহায় নারী পুরুষ ও শিশুরা। আশ্রয়ন পরিবারের অসংখ্য শিশু স্কুল মাদ্রাসায় যেতে পারছে না। দেখা গেছে প্রতিটি পরিবারের টয়লেটের ট্যাংকির মানও ভাল না। পুরো ভিটে সুরক্ষায় যে বাউন্ডারী গাইডওয়াল নির্মাণ করা হয়েছে এর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই ১২টি পরিবারের জন্য দুদিকে দুটি নলকূপ স্থাপন করা হয়েছে। এই নলকূপের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিগুলো অন্যের ফসলি জমিতে পড়লে জমির মালিকের আপত্তির মুখে পড়েন বাসিন্দারা। সব মিলিয়ে আশ্রয়নের কাজে সন্তোষ্ট হতে পারেননি বাসিন্দারাসহ এলাকাবাসী। কারণ বাসিন্দারাসহ এলাকার গণ্যমান্য অনেকেই মন্তব্য করে বলেন আশ্রয়নের পুরো ভিটেটি আরো কমপক্ষে দুই ফুট উচুঁ হওয়া উচিৎ ছিল। এছাড়া বাড়ি নির্মাণ হয়েছে, কিন্তু সাধারণ রাস্তা নির্মাণ হয়নি তা কেমন কথা? পাশাপাশি রাস্তাটিও নির্মাণ করা উচিৎ ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন- ভিটেটি আরো উচুঁ হলে ভাল হতো।