অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে নির্মিত সøুইচ গেইটের লক ভেঙ্গে গেছে। ফলশ্রুতিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিতে হবিগঞ্জ শহরবাসী।
সূত্র জানায়, হবিগঞ্জ শহরের পানি নিষ্কাশনের জন্য খোয়াই নদীর বাঁধে সøুইচ গেইট নির্মাণ করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিন পূর্বে সøুইচ গেইটের লকটি ভেঙে যায়। ফলশ্রুতিতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই লকটি দ্রুত মেরামত না করা হলে, খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শহরে পানি প্রবেশ করলে তলিয়ে যাবে হবিগঞ্জ শহর।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- গত শুক্রবার তাদের একটি টিম স্পষ্টে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে সিলেট আছেন, উনি আসার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু স্থানীয় কয়েকজন বলেন, খোয়াই নদীর পানি যে কোনো সময় বাড়তে পারে, কর্তৃপক্ষ দ্রুত গেইটটি মেরামত না করলে হবিগঞ্জ শহর বন্যার ঝুঁকিতে রয়েছে।