নিতেশ দেব, লাখাই থেকে ॥ টানা বৃষ্টির পানিতে লাখাই উপজেলার হাওরাঞ্চলে রোপা আমনসহ সাম্প্রতিক চাষকৃত সবজির ব্যাপক ক্ষয় হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ হাওরসহ ভাদিকারা, বামৈ, করাব ইউনিয়নের কয়েকটি গ্রাম, সিংহগ্রামের আবাদকৃত রোপা আমনের বেশ কিছু জমি আংশিক তলিয়ে গেছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আবাদকৃত শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী ৪ হাজার ৯শ’ হেক্টর আবাদকৃত রোপা আমনের মধ্যে আংশিক নিমজ্জিত ১৬০ হেক্টর ও সম্পূর্ণ নিমজ্জিত ৩২৫ হেক্টর। আগাম জাতের শাক সবজি আবাদ হয়েছে ৩০ হেক্টর। এর মধ্যে আংশিক নিমজ্জিত ১০ হেক্টর ও সম্পূর্ণ নিমজ্জিত ১৫ হেক্টর।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান জানান, যদি আর বর্ষণ না হয় এবং উজান থেকে পানি প্রবেশ না করে এবং ৪/৫দিনের মধ্যে পানি নেমে যায় তবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।