মোঃ মামুন চৌধুরী ॥ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ র্যাব ক্যাম্পের বেলাল হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শাহজাহান, নূরপুর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্দুল কাইয়ূম, মেম্বার আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন- প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। শিশু জন্মের সাথে সাথে যাতে নাগরিকত্ব পায়, সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি বাধ্যতামূলক করেছে মৃত্যু নিবন্ধনও।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com