স্টাফ রিপোর্টার ॥ ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগান নিয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিয়াম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। সকাল ১১টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন বিয়ামের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানাসহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। সেখানে জেলা প্রশাসক দেবী চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এরপর র‌্যালিটি সারা শহর ঘুরে স্কুলে ফিরে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস।