স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মরহুম অ্যাডভোকেট মোঃ আমির হোসেনের বাসভবনে হানা দিয়েছে একদল চোর। গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১২টার দিকে কোন এক সময়ে বাসার ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরেরা। এরই মধ্যে অ্যাডভোকেট আমির হোসেনের ভাতিজা জাকির হোসেন বাসায় প্রবেশ করলে চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জাকির হোসেন তাদের আটকের চেষ্টা করলে চোরেরা তাকে আঘাত করে পালিয়ে যায়। জাকির হোসেনের আকস্মিক উপস্থিতিতে চোরেরা বাসার মালামাল নিতে না পারলেও একটি আলমিরা খুলে জিনিসপত্র, কাপড়-চোপর তছনছ করে রেখে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com