সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ভেঙ্গে তছনছ হয়ে গেছে শতশত গাছপালা। শুক্রবার ভোরে উপজেলার ধর্মপুর গ্রামের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে ঘর ও দোকানপাটের টিনের চাল উড়ে যায়। পরে উদ্ধার তৎপরতায় অংশ নেন স্থানীয় এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়- ঘূর্ণিঝড়ে বড় বড় গাছ পাকা আধাপাকা ঘরের উপর উপড়ে পড়েছে। বর্তমানে অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। ধর্মপুর গ্রামে ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্তরা হলেন- মন মোহন সরকার, সুনিল সরকার, দীনেশ সরকার, ফুল কিশোর, অনিল সরকার, মুদি দোকানী মইনুদ্দিন।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা যায়- শুক্রবার ভোর ৩টা ২১ মিনিটের দিকে উত্তর/পশ্চিম দিক থেকে শো শো শব্দ করে ঘূর্ণিঝড় শুরু হয়। মুহূর্তে কিছু বুঝে উঠার আগেই ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। গাছপালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মুদি ব্যবসায়ী মইনুদ্দিন বলেন- ঘূর্ণিঝড়ে আমার লক্ষাধিক টাকার মালামাল উড়িয়ে নিয়ে গেছে। পরে কিছু মালামাল আশেপাশে পেয়েছি। তবে তা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
লাখাই উপজো নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান- ঘূর্ণিঝড়ের তান্ডবের বিষয়টি স্থানীয়রা আমাকে জনিয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করব। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে।