স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার লৌহ দূরীকরণ প্রকল্পের ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনায় আজ শনিবার শহরের দক্ষিণ অংশে পানি সরবরাহ বন্ধ থাকবে। হবিগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লোডশেডিংয়ের পর বিদ্যুৎ আসার সাথে সাথে শহরের বেবি স্ট্যান্ডে অবস্থিত পৌর পানি সরবরাহের সাব স্টেশনের ভিতর ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে তাৎক্ষণিক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। পৌরসভা হতে জানানো হয়- শনিবার ট্রান্সফরমারে মেরামত কাজ করা হবে। তাই শনিবার শহরের দক্ষিণাঞ্চলের একটি অংশে পানি সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য পৌরসভার পক্ষ হতে দুঃখ প্রকাশ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com