স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর সকাল ১১টায় শচীন্দ্র কলেজের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিখিল রঞ্জন ভট্টার্চায্য বলেন- সত্যকে জানার নামই প্রকৃত শিক্ষা। বিজ্ঞান, মানবিক ইত্যাদি যে কোন শাখার যে কোন বিষয় অধ্যয়নের মধ্যে দিয়ে কাক্সিক্ষত সত্যকে খুঁজে পাওয়া যায়। তিনি শিক্ষকদের অর্থের পেছনে না ছুটে, মানবিক শিক্ষক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, অঞ্জন কুমার সরকার, মানিক চন্দ্র ভট্টার্চায্য, সৈয়দা তাহমুদা বেগম, লতিফ হোসেন, প্রভাষক রঞ্জু পাল, প্রসূন আর্চায্য, সঞ্জয় কুমার দাস, বিদুর কান্তি দাস, সুদাম চন্দ্র দাস। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রীতা বেগম, তানভীর সিদ্দিকি তোহা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ আহমেদ। গীতা পাঠ করেন মিতালী দাস মিতু। প্রবন্ধ লিখে পুরস্কার লাভ করেন সাদিয়া সুলতান আনিকা ও তিন্নি বণিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com