আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকি ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশা উল্টে ফয়জুর রহমান ফজু (৩২) নামে এক কাঠমিস্ত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ফয়জুর রহমান ফজু বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী গ্রামের ডাক্তার বাড়ীর মৃত ময়না মিয়ার পুত্র। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ঢালিমহল্লা এলাকার সড়কে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফয়জুর রহমান সিএনজি অটোরিকশায় করে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে সিএনজিটি পৌছার পর মাঝ রাস্তায় উল্টে যায়। এ সময় যাত্রীরা গুরুতর আহত হলেও ফয়জুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
উল্লেখ্য, নিহত ফয়জুর রহমানের দুটি অবুঝ শিশু সন্তান রয়েছে। গত ১৫ দিন পূর্বে নিহত ফজুর বাবা মারা গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com