স্টাফ রিপোর্টার ॥ ভাদ্র মাসে ২১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দেবীর আগমনী উৎসব শুরু হবে অর্থাৎ বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। এবার শায়েস্তাগঞ্জ উপজেলায় ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আবার কোন কোন মন্ডপে বাহির থেকে প্রতিমা ক্রয় করে এনে প্রতিস্থাপন করা হবে।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে জগন্নাথপুর এলাকার রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক জনি চৌধুরী জানান, এবার উপজেলার ২১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২টি ব্যক্তিগত এবং বাকিগুলো সার্বজনীন। এবার প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পী কারিগর না পাওয়ায় প্রায় মন্ডপে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা হতে প্রতিমা ক্রয় করে আনা হয়েছে। ইতোমধ্যে অনেক মন্ডপে মূর্তি ক্রয় করে এনে স্থাপন করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানা ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, প্রতিটি পূজা মন্ডপে ক্যাম্প থাকবে এবং দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে পালনের জন্য পুলিশ কঠোর ভূমিকা রাখবে।