মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র্যালি বের করা হয়। র্যালি শেষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, থানার ওসি মোঃ নাজমুল হক কামাল, ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, মাস্টার আলী হায়দার সেলিম, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের ২য় দিন সোমবার দিনব্যাপী উন্নয়ন মেলা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পরিবারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩য় দিন মেলার সমাপনী ও আলোচনা সভা এবং মাধ্যমিক শিক্ষা পরিবারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় রয়েছে ১৫টি স্টল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com