জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার প্রথম দিন নানা কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ পৌরসভা। বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যলয় হতে হবিগঞ্জ পৌরসভার ব্যানারে একটি র‌্যালী মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে নিমতলায় মুল র‌্যালীতে এসে যোগ দেয়। জেলা প্রশাসন আয়োজিত মুল র‌্যালীতে হবিগঞ্জ পৌরসভার সক্রিয় ও ব্যাপক অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। ওই র‌্যালীতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, শেখ সুমা জামান, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ওয়ার্ড হতে আগত সিডিসি সদস্যবৃন্দ, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহন করেন। নানা শ্লোগান সম্বলিত রং বেরংয়ের টি-শার্ট ও ক্যাপ পড়ে অংশগ্রহনকারীরা মুল র‌্যালীর সাথে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে নিমতলায় আলোচনা সভায় হবিগঞ্জ পৌরসভার মেয়র বক্তব্য রাখেন। তিনদিন ব্যাপী মেলায় একটি স্টল হবিগঞ্জ পৌরসভার। ওই স্টলে পৌরসভার নাগরিক সেবা প্রদান ছাড়াও পৌরসভার কার্যক্রমের নানা তথ্য উপস্থাপিত হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র সেবা নিতে উদ্বুদ্ধকরণ, শহরকে পরিচ্ছন্ন রাখার আহবান, বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে এগিয়ে নিতে নাগরিক সচেতনতা সৃষ্টি ও তথ্য প্রদান ইত্যাদি লিফলেট ও ফেস্টুনের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়াও পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র স্টলে তুলে ধরা হয়। সাথে সাথে বিভিন্ন নাগরিক সেবা সংক্রান্ত তথ্য প্রদান করা হয় দর্শনাথীদের। পৌরসভার কর্মকর্তারা জানান মেলার তিনদিনই হবিগঞ্জ পৌরসভার সক্রিয় অংশগ্রহন থাকবে। প্রেস বিজ্ঞপ্তি