বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন গৌতম কুমার রায়। তিনি হবিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সম্প্রতি সাইফুল ইসলাম মধু সভাপতি এবং জায়েদুর রহমান জাহেদকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি অডিটোরিয়ামে সংগঠনের পরিচিতি সভায় নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়ও এ সভায় যোগ দেন। তিনি কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com