দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও হবিগঞ্জের অটোরিকশা শ্রমিকেদের লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে পথসভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শনিবার বিকালে শহরের আনোয়ারপুর বাইপাস ও খোয়াই ব্রিজ পয়েন্টে অনুষ্ঠিত উভয় সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ। বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা সদস্য কমরেড ফয়সল আহমেদ, জেলা সদস্য কমরেড হুমায়ুন খান, বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র জেলা সভাপতি আলিফ রায়হান প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় দাবি আদায়ের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষসহ জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া অতীতে কোনও জাতীয় নির্বচন মানুষের নিকট গ্রহণযোগ্য হয়নি। তাই আগামী নির্বচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। বিজ্ঞপ্তি