জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিটিউটের নগর ব্যবস্থাপনা সংক্রান্ত একটি কর্মশালায় কৃতিত্ব দেখিয়েছেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি প্রথমবারের মতো অনলাইনে ৬ সপ্তাহের একটি নগর স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ক সার্টিফিকেট কোর্স পরিচালনা করে। এতে বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মোট ৭ টি মডিউলে বিভক্ত উক্ত কোর্স সফলভাবে সমাপ্ত হয়। গতকাল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের অডিটরিয়ামে কোর্স সম্পাদনকারীদের মাঝে এক সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম। প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কোর্স সম্পাদনকারীগণের মাঝে সনদপত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম। সভাপতিত্ব করেন এনআইএলজি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ মোজাফফর। উক্ত কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বিশেষ সনদ লাভ করেন। উল্লেখ্য, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এ বছরের জানুয়ারী মাসে এনআইএলজিতে আয়োজিত পৌর নির্বাহী কর্মকর্তাদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় প্রথমবারের মতো ডিজি এওয়ার্ড পেয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com