চুনারুঘাটে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের সহায়তা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মাহবুব আলী

চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসলে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের আরো উপকার হবে। তারা আর অসহায় থাকবে না, তারাও সমাজের মুলধারায় চলে আসবে। বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্ট যারা করেছেন, তারাও দেশ ও বিদেশে কষ্টের উপার্জন দিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভভাতাসহ নানা প্রকার ভাতা চালু করেছে। সামাজিক বেষ্টনীর মাধ্যমে দেশের প্রত্যেকটি অসহায় মানুষ সেবা পাচ্ছে। তিনি গতকাল রবিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হলরুমে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অসহায় মানুষদের সহায়তা প্রদান ও চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সজল দাসের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুস ছামাদ মাস্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলীম, সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, বিশিষ্ট আবৃত্তিকার সৈয়দ ফয়সল আহমেদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন ও প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেব।
পরে প্রধান অতিথি ১০ জন ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় দলীয় কর্মীকে আর্থিক সহায়তা ও শোক দিবসের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।