স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুরে ব্র্যাক অফিসসহ দুই বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। চোরেরা নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে।
গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সৈয়দ সালিক আহমেদ ও একই রাতে পাশ্ববর্তী সামছুর রহমান মাস্টারের বাসায় চুরি হয়। চোরেরা ওই দুই বাসা থেকে নগদ টাকা, মোবাইল এবং গতকাল শনিবার সন্ধ্যারাতে একই এলাকায ব্র্যাক অফিসের তালা ভেঙে ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
হবিগঞ্জ শহরে বেশ কিছুদিন থেকেই দোকানপাট বাসাবাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। স্থানীয়রা জানান, ওই এলাকায় একদল মাদকসেবী যুবক রয়েছে। যারা সন্ধ্যার পরপরই মাদক সেবন করে। তারা এই চুরি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।