স্টাফ রিপোর্টার ॥ জুয়াড়ি, ছিনতাইকারীসহ অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর পুলিশ মোটর সাইকেলযোগে হবিগঞ্জ শহরে মহড়া দিয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন স্থান ও এলাকায় হর্ণ বাজিয়ে এ মহড়া দেয়। পুলিশ জানায়, জুয়াড়ি, মাদকসেবী, ছিনতাইকারী, চোরসহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করেন ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই আব্দুর রহিম, সুহেল রানাসহ পুলিশ সদস্যবৃন্দ।