স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কামনায় এবং জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদের মা, বোন ভাগ্নির সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা তাঁতী লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি, সিলেট বাণিজ্যিক মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, সংগঠনের সাধারণ সম্পাদক সর্দার মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাজু নাছের চৌধুরী, সহ-সভাপতি শামীম আহমেদ মহসিন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুর রহমান রবিন, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ।
মিলাদ মাহফিলে তাদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিক্ষক আব্দুল করিম। অনুষ্ঠানে জেলা তাঁতী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও এতিমখানার ছাত্ররা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com